মাইজভাণ্ডার দরবারে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

ফটিকছড়ি প্রতিনিধি

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফে অছিয়ে গাউসুল আজম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর বেছাল দিবস স্মরণে গত সোমবার শাহসুুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর আওলাদের আয়োজনে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় আর্তমানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সহযোগিতায় সকাল দশটায় কার্যক্রমের উদ্বোধন করেন শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।

চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ সৈয়দ, ডা. এস.এম অভিক চৌধুরী, ডা. নকিবুল আলম, ডা. শোয়ান শীল, ডা. সালমা সাথী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. দিল আনজিজ বেগম, ডা. ফারজানা শামীম, ডা. মুনতাসির, ডা. ইসরাত জাহান রিজা, ডা. ফাহমিদা সোলতানা, ডা. হিমিকা ফেরদৌস, ডা. সুমাইয়া জাহান, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. শাহ মুহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডা. এ কিউ এম জিসানুর রহমান, ডা. মাঈনুল ইসলাম, ডা. আনোয়ার হোসেন, ডা. আসিফ আবদুল্লাহ, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. ইকতেদার হক খাঁন।

উপস্থিত ছিলেন, কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, নাজমুল হাসান মাহমুদ শিমুল, মুহাম্মদ মুফিজুল আলম, লালন ওসমান, মাওলানা মুহাম্মদ হাসান, নুরুল আলম খাঁন, আহমদ গণী বাবুল চৌধুরী, মুফিজুল আলম মেম্বার, আজগর খাঁন, নুরুল কবির মাসুদ, মোস্তাফা কায়সার মাহমুদ, সালাউদ্দিন মাহমুদ, এ্যাড. মনজুর হোসাইন, আশরাফুজ্জামান মামুন, আমিনুল হক বাপ্পী, নাসির উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের মিলনমেলার রেজিস্ট্রেশন উদ্বোধন