হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর ওরশ শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার শরিফ দরবার–ই–গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের ব্যবস্থাপনায় মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দানে পঞ্চম তাযকেরা–এ–চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব ও মুনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
মাদরাসা–ই–গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হকের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ জুনায়েদ হাসান, মুহাম্মদ রেজাউল মনির ও মুহাম্মদ আরমান উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, মাদরাসা–ই–গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম। শুভেচ্ছা বক্তব্য দেন, মাওলানা নুরুল ইসলাম ফোরকানি এবং ইউপি সদস্য তৌহিদুল আলম।
১০ মাঘ ওরস উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন ‘উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন।
আলোচনায় অংশ নেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সুফিগণের অবদান’ বিষয়ে সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী, ‘হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র খুসুসিয়ত’ বিষয়ে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম, ‘শানে অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) বিষয়ে ‘মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।