মাইজভাণ্ডার ওরশ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী বিতরণ

| রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৭:৫৯ পূর্বাহ্ণ

গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ’র ১১৫তম ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৪র্থ দিনের কর্মসূচি হিসেবে গত সোমবার দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রীয় মাদ্রাসা পরিচালনা বোর্ড কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে বিভিন্ন আইসিটি সামগ্রী যেমন কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি বিতরণ করা হয়। দারুল ইরফান কেন্দ্রীয় মাদ্রাসা পরিচালনা বোর্ডের উদ্যোগে গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট’র ম্যানেজিং ট্রাস্টি ও নায়েব সাজ্জাদানশীন মওলানা শাহ ছুফী সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মজিআ)। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী, সংস্কৃতি কর্মী আফরোজা চৌধুরী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব মাস্টার শেখ মুহাম্মদ আলমগীর, যুগ্ম সম্পাদক অধ্যাপক মেজবাউল আলম ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন ছিদ্দিকী, মোশাররফ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখানকাহ্‌-এ কাদেরিয়া তৈয়্যবিয়া কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধগণ্ডামারায় আগুনে পুড়ল ১৫ বাড়ি