মাইক্রোর দরজায় বিশেষ কায়দায় লুকানো কোটি টাকার ইয়াবা

পটিয়ায় দুই কারবারি আটক

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে কোটি টাকা মূল্যের ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়ার কমলমুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবাগুলো জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। মাইক্রো বাসের দরজার সাথে বিশেষ কায়দায় এসব ইয়াবা লুকানো ছিল বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় বিশেষ চেক পোস্ট বসিয়ে একটি মাইক্রো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক ও ইয়াবা সরবরাহের কাজে ব্যবহৃত মাইক্রোটি জব্দ করে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, কঙবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকান্দার পাড়ার নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দীন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল (১৯)। এসময় সাইদুর রহমান নামে আরো একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে গতকাল শনিবার মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ৩৬ হাজার ইয়াবার চালানের সঙ্গে আর কারা জড়িত তাদের গ্রেপ্তারে আমাদের বিশেষ টিম কাজ করছে। জব্দকৃত ইয়াবাগুলোর বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

এ বিষয়ে পটিয়া থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আসাদ জানান, এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ডিবি পুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড-সন্দ্বীপবাসীর জন্য সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি : আসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধটেকনাফ পাহাড়ে মা হাতির মৃত্যু