মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নে বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুত গতির মাইক্রোবাস ওই অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত গা ঢাকা দেয়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, স্থানীয় কয়েকজন লোক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গাড়ির ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআত্মউন্নয়নের প্রচেষ্টা কর্মজীবনে সাফল্য এনে দেবে
পরবর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে