‘মাই ম্যান’ কমিটি গঠন করা যাবে না : কাদের

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দলের মধ্যে নিজস্ব বলয় সৃষ্টির জন্য নিজেদের লোক দিয়ে ‘মাই ম্যান’ কমিটি গঠন করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা শেষে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কাদের বলেন, শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার জন্য আটটি বিভাগের জন্য কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে আটটি ‘টিম’ গঠন করার সিদ্ধান্ত হয়েছে। দলীয় সভাপতি সাংগঠনিক জেলার কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সেইদিকে সকলকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। খবর বিডিনিউজের।
সভাপতি ও সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য ‘মাই ম্যান’ কমিটি গঠন করা যাবে না। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন, তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন ও পরীক্ষিত নেতাদের ব্যক্তিগত দ্বন্দ্ব বা ক্ষোভের কারণে বাদ দেওয়া যাবে না। কোনো অবস্থাতে পার্টির অভ্যন্তরে বিতর্কিত লোকদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া যাবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তৃণমূলের সব কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠন করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, থানা শেষ করে জেলা বা মহানগরের সম্মেলন শেষ করতে হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলে মাঠের লোক নেতা হয়, আর সম্মেলন ছাড়া কমিটি গঠন করা হলে লবিং বা তদবিরে কিছু লোক নেতা হয়। কাদের বলেন, জেলা কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা তৃণমূলের মত ও অভিযোগসমূহ পর্যালোচনা করবে এবং প্রস্তাবিত কমিটি সম্পর্কিত প্রতিবেদন ও প্রস্তাবনা দলীয় সভাপতির কার্যালয়ে পেশ করবে। সভাপতির নির্দেশনা অনুযায়ী কমিটি অনুমোদন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএনজি মাহমুদ কামালকে স্মরণ
পরবর্তী নিবন্ধনতুন ভোরের আশায়