মা যেন অনন্ত মমতা

রায়হান উদ্দিন | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

মা’ শব্দটি ছোট। এই শব্দটির মধ্যে মায়া অনেক। যাকেই জিজ্ঞেস করবেন সবাই বলবেমা আমার পৃথিবী। মায়ের পায়ের নিচেই তো সন্তানের বেহেস্ত। পৃথিবীর সব মায়া মমতা, আদর, অকৃত্রিম স্নেহ, নিঃস্বার্থ সব ভালোবাসার সুখ পাওয়া যায় মায়ের কাছে। মায়ের সাথে কারো তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মা মানে মাই।

চীনের পৌরাণিক একটি গল্প আছে। যেখানে প্রেমিকা প্রেমিক কে ভালোবাসার পরীক্ষা দিতে প্রেমিক কে বলেছিল মায়ের হৃৎপিণ্ড নিয়ে আসে। প্রেমে অন্ধ ছেলেটি প্রেমিকার কথা মতো মাকে হত্যা করে হৃৎপিণ্ড নিয়ে আসার সময় পথে হঠাৎ আছড়ে পড়ে ছেলেটির হাত থেকে ফসকে গেল মায়ের তাজা হৃৎপিণ্ডটি। ছেলেটি আবারো খুঁজে নিল ধক ধক করা সে মায়ের হৃৎপিণ্ডটি। হাতে নিতেই মায়ের তাজা হৃৎপিণ্ডটি বলে উঠল, ‘ব্যথা পেলি খোকা’?

পূর্ববর্তী নিবন্ধঅপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ চাই
পরবর্তী নিবন্ধমায়ের কোনো সংজ্ঞা হয় না