চকবাজার ডিসি রোডস্থ মা মনি ক্লাব আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ ডিসেম্বর ক্লাবের সভাপতি আবু সাঈদ মিন্টুর সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল আউয়ালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সোয়েব খালেদ। এতে বক্তব্য রাখেন ছিলেন ক্রীড়াবিদ মোহাম্মদ আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন শেখ মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ এমরান, আব্দুল কাদের, তারেক সোলতান, ওয়াহিদুল আলম, ইব্রাহিম সোহেল, জিয়াউর রহমান প্রমুখ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী মোট ২০টি জুটিকে ৪ টিমে ভাগ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।