প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেওয়ার পর নাগাল পাওয়া যাচ্ছিল না তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের। শেষ পর্যন্ত তার প্রতিক্রিয়া মিলল ফেইসবুকে। জামালপুরের এই এমপি গতকাল মঙ্গলবার দুপুরে এক ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।’ খবর বিডিনিউজের।
এক নায়িকার সঙ্গে টেলিফোন আলাপে অশালীন মন্তব্যের অডিও ফাঁস হওয়ার পর গত কয়েক দিন ধরেই তুমুল আলোচনা চলছে ডা. মুরাদকে নিয়ে। এর জেরে সোমবার তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ পাওয়ার পর গতকাল দুপুরে মুরাদ ইমেইল করে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এর পরপরই ফেইসবুকে তার ওই পোস্ট আসে।
সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।’
মুরাদ হাসান ফেইসবুক পোস্টে ক্ষমা চাওয়ার পর ২৫ মিনিটের মধ্যে সেখানে সাত হাজার ৩০০ মন্তব্য আসে। আসিফ মাহমুদ নামের একজন সেখানে লিখেছেন, এখনও ‘যদি’? শরীফ রুবেল নামে একজনের মন্তব্য : ‘দেশবাসী মুক্তি পাইছে।’
সাফেয় তুরান নামে আরেকজন লিখেছেন, ‘পতন তো মাত্র শুরু। কপালে আরো দুর্গতি আছে মনে রাখবেন, আল্লাহ্ ছাড় দেন তবে ছেড়ে দেন না।’
ফেইসবুক মন্তব্যেও ভুল! : পদত্যাগপত্রে ভুলের পর এবার ফেইসবুকে মন্তব্য করতে গিয়েও ‘ভুল’ করলেন মুরাদ হাসান। গতকাল বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ফেইসবুকে পোস্ট দেন জামালপুরের এই সংসদ সদস্য। সেখানেই মন্তব্য করতে গিয়ে ভুল করে বসেন তিনি।
মন্তব্যে তিনি লিখেছেন, ‘ভুল করে সবাই নিজের ভুল মেনে নেয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে।’
মুরাদের ওই মন্তব্যে অনেকেই হাসির ইমোজি দিয়েছেন। কিন্তু নিজেই নিজেকে ‘আপনি’ সম্বোধন করে মন্তব্য করায় মুরাদের ওপর এক চোট নিয়েছেন অনেকেই।
রাত সাড়ে সাতটা পর্যন্ত মুরাদ হাসানের ভেরিফায়েড ফেইসবুক পেইজের ওই পোস্টে এক লাখ ১০ হাজার লাইক ও ৪৭ হাজার কমেন্ট পড়েছে। এটি শেয়ার হয়েছে চার হাজার। ‘কমেন্ট সেকশনে’ নানা রকম মন্তব্য করতে দেখা গেছে। এতে তীব্র সমালোচনা যেমন আছে, তেমনি তার পক্ষেও কেউ কেউ কথা বলেছেন।