বিশ্ব মা দিবস উপলক্ষে চন্দনাইশ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মা সমাবেশ, র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালাহ উদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, জাতীয় মহিলা সংস্থার সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সঞ্চিতা বড়ুয়া, তথ্য কর্মকর্তা শাপলা খাতুন, এনজিও প্রতিনিধি মো. নুরুল হক, শিক্ষা সমন্বয়ক প্রতিনিধি মাস্টার আহসান ফারুক, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈকত দাশ ইমন, মো. শাহাদাত হোসেন, সংগীত শিক্ষক প্রাবণী দাশ গুপ্ত, সুমন বিকাশ দে, সাকি আকতার, মৌসুমি দাশ, মো. নাইমুদ্দিন মারুফ প্রমুখ। আলোচনা সভার আগে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।