চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য/সদস্যাদের মিলনমেলা আগামী ১১ মার্চ বিকেল ৩টায় চট্টগ্রাম নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বুধবার হাসপাতালের কনফারেন্স রুমে রেজিস্ট্রেশন উদ্বোধন করা হয়।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, মোহাম্মদ সাগির, মো. আহসান উল্লাহ, খায়েজ আহমেদ ভূঁইয়া, মো. হারুন ইউসুফ, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল আজীবন সদস্য অংশ গ্রহণ করেন এবং রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন। মিলন মেলার রেজিষ্ট্রেশন ফি ৫১০ টাকা। বর্ণিত লিংক https://reunion.cmoshbd.org/ এ গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে অথবা নতুন হাসপাতাল ভবনের ২য় তলায় স্থাপিত রেজিষ্ট্রেশন ডেস্কে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যাবে। এ উপলক্ষে রেজিষ্ট্রেশনকৃত আজীবন সদস্যদের ছবি ও তথ্য সম্বলিত একটি স্মরণিকা প্রকাশ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।