মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হাসপাতাল মসজিদে খতমে কোরআন, বাদ জোহর মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কেক কাটার আয়োজন করা হয় এবং দুপুরে হাসপাতালে ভর্তিকৃত গরীব রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, মোহাম্মদ সাগির, প্রফেসর (ডা.) কামরুন নেসা রুনা, হারুন ইউসুফ, এএসএম জাফর, ডা. মো. নূরুল হক, প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. একেএম আশরাফুল করিম, ডা. ফাহিম হাসান রেজা, শামসুল আলম, এসএম সালাউদ্দিন, মাহমুদুর রহমান শাওনসহ হাসপাতালের সর্বস্তরের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনকে ১৩ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৯ জনের করোনা শনাক্ত