মা ও শিশু হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের জন্য অক্সিজেন সিলিন্ডার ও জরুরি ওষুধপত্র অনুদান হিসেবে প্রদান করেছেন সমাজ সেবক সন্দ্বীপ কুমার নন্দী। গত ৪ এপ্রিল সন্দ্বীপ কুমার নন্দীর পক্ষে সাংবাদিক রূপম বড়ুয়া উক্ত অনুদান সমূহ কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেনের নিকট হস্তান্তর করেন। এ সময় কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. আরিফুল আমীন, ট্রেজারার ও করোনা ম্যানেজমেন্ট সেলের মেম্বার সেক্রেটারি রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আহছান উল্যাহ, জাহিদুল হাসান, হারুন ইউছুপ, জাকির হোসেন তালুকদার, পরিচালক (প্রশাসন) ডা. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোশাররফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ‘বেসিক অন টেক্সটাইল ফেব্রিক’ শীর্ষক সেমিনার