চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য একটি বেড প্রদান করা হয়েছে। লায়ন সোহেলা মাহমুদ গতকাল থ্রি ফাংশানিং হাইড্রোলিক সিস্টেমের অত্যাধুনিক এই মেডিকেল বেড চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি ৪ এর সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কামরুন মালেক। দৈনিক আজাদী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে লায়ন কামরুন মালেক শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসাইন ও ট্রেজারার রেজাউল করিম আজাদের হাতে আনুষ্ঠানিকভাবে উক্ত বেড হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন লায়ন জাফর উল্ল্যাহ চৌধুরী, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, লায়ন এস এম আবদুল আজিজ, লায়ন হাসান আকবর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আশরাফুল করিম, অনকোলজি বিভাগের প্রধান ডা. শেফাতুজ্জাহান প্রমুখ।