চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। এউপলক্ষে এক ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি ক্যান্সার ইনষ্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ১নং গেইটে এসে শেষ হয়। র্যালিতে অংশ গ্রহণ করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ডা. ফজল করিম বাবুল, প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন, প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, ডা. শেফাতুজ্জাহান, উপ–পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।