মা ও শিশু হাসপাতালে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্কিন এন্ড ভিডি বিভাগের উদ্যোগে নার্সিং অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব।

বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ডা. অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. শামসুন নাহার বিনতে মান্নান, অধ্যাপক ডা. গাজী জাকাওয়াত উল্লাহ। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. কহিনুর আক্তার। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য আস্থার প্রতিক। এই প্রতিষ্ঠানের অধীনে অনেকগুলো প্রকল্প অত্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য সেবার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষায়ও এই হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। করোনাকালীন মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা ও অবদান আমরা আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। তিনি আরো বলেন, এখানে এসে আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফটিকছড়ির কৃতি সন্তান এই হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফকে। এই হাসপাতালের জন্য তার অবদান অপরিসীম।

তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তার পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি ডা. মুনাল মাহবুব বলেন, এই প্রতিষ্ঠান আমাদের নিজেদের প্রতিষ্ঠান। এর উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি চট্টগ্রামের সকল ব্যবসায়ী শিল্পপতিদের এই প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিইউসির শোক প্রকাশ
পরবর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারে লেদার প্রোডাক্ট প্রোডাকশন প্রশিক্ষণ শুরু