মা ও শিশু হাসপাতালে নার্সিং ইনস্টিটিউটের সনদ বিতরণ

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের ২০১৮২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নীশীপ সনদ বিতরণ ও ২০১৯২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান গতকাল ৬ মার্চ নার্সিং গ্যালারীতে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শিরিন ফাতেমা। স্বাগত বক্তব্য রাখেন নার্সিং প্রিন্সিপাল ঝিনু রানী দাশ। বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবদুল মান্নান রানা, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মো. আহসান উল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য এ এস এম জাফর, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, শামসুন নাহার খান, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ, সহকারী নার্সিং সুপারিনটেনডেন্ট মেজর (অবঃ) প্রভা চক্রবর্তী, বিদায়ী ও ইন্টার্নী শিক্ষার্থীদের পক্ষে তমা সেন, আহসান আরিফ। অনুষ্ঠানে ইন্টার্নীশীপ শিক্ষার্থীদের সনদ বিতরন এবং কেক কাটার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে নার্সিং ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে সাংসৃ্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিপলস ইন্স্যুরেন্স কোম্পানীর মহাসম্মেলন
পরবর্তী নিবন্ধসিপিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা মিছিল