চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট মরহুম প্রফেসর এ এস এম ফজলুল করিমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মা ও শিশু হাসপাতাল পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল রোববার হাসপাতাল কেন্দ্রিয় জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে হাসপাতালের গরীব রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, সৈয়দ আজিজ নাজিমউদ্দিন, হারুন ইউসুফ, এ এস এম জাফর, ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. জালাল উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসাইন, মো. মনজুরুল আলম চৌধুরী, ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। বক্তারা বলেন, প্রফেসর এ এস এম ফজলুল করিম ছিলেন একজন কিংবদন্তী চিকিৎসক। দেশের চিকিৎসা বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন মা ও শিশু হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা। হাসপাতালের উন্নয়ন অগ্রগতিতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।