মা ও শিশু হাসপাতালে চিটাগাং রোটারী সাগরিকার মেডিকেল সামগ্রী প্রদান

| শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৩৫ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মেডিকেল সামগ্রী প্রদান করা হয়।গত বুধবার হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের নিকট উক্ত মেডিকেল সামগ্রী হস্তান্তর করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মোশাররফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান রাশেদুল আমিন, আজিজুল ইসলাম বাবুল, নুর মোহাম্মদ চৌধুরী, মো. ইউসুফ চৌধুরী, সোহেল খন্দকার উপস্থিত ছিলেন। মা ও শিশু হাসপাতালের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. ফাহিম হাসান রেজা, ডা. সামিরা তৌফিক রেশমা, ইমরান হাসান ও ইমাম রাজি ইবনে জাহেদ উপস্থিত ছিলেন। জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষা আন্দোলনে চট্টগ্রামের কৃতী ব্যক্তিদের নিয়ে স্মরণিকা প্রকাশ করবে চসিক
পরবর্তী নিবন্ধমহানগর জাতীয় ছাত্রসমাজের ঈদ পুনর্মিলনী