মা ও শিশু হাসপাতাল শিশু স্বাস্থ্য বিভাগে সংবর্ধনা

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু অটিজম প্রতিবন্ধিতা নিরাময়ে অনন্য অবদানের জন্য সরকারের সম্মাননা পদকে ভূষিত হওয়ায় হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সেমিনার হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার হাসপাতালের নিওনেটাল বিভাগের বিভাগীয় প্রধান ডা. ওয়াজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। বক্তব্য রাখেন চমাশিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, প্রফেসর মো. জালাল উদ্দিন, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. দিদারুল আলম, প্রফেসর ডা. অলক নন্দী, উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। বক্তারা বলেন, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছেন। তিনি মা ও শিশু হাসপাতালে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা সেবায় অনন্য সাধারণ অবদান রাখছেন। এই অবদানের স্বীকৃতি স্বরূপ সমাজকল্যাণ মন্ত্রণালয় তাকে বিশেষ সম্মাননা পদক প্রদান করেন। এটি মা ও শিশু হাসপাতাল পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী তাকে এই সম্মাননা পদক প্রদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা আয়োজনের জন্য এবং তাকে সম্মান প্রদর্শনের জন্য তিনি শিশু স্বাস্থ্য বিভাগ ও মা ও শিশু হাসপাতাল পরিবারকেও ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি খ্রীস্টিয়ান কো-অপারেটিভ থ্রিফ্‌ট এন্ড ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধকোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াতের নাশকতা নজিরবিহীন