মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স ফোরামের আন্তর্জাতিক কনফারেন্স

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স ফোরামের উদ্যোগে ৩ ও ৪ মার্চ হাসপাতাল ক্যাম্পাসে ৩য় আন্তর্জাতিক সাইন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে দুই দিনব্যাপী সাইন্টিফিক সেমিনার আয়োজক কমিটির চেয়ারম্যান মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, মেম্বার

 

সেক্রেটারী প্রফেসর ওয়াজির আহমেদ ও এক্সিকিউটিভ সেক্রেটারী প্রফেসর ডা. জালাল উদ্দিনের বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হয়। সেমিনারে দেশিবিদেশি ৫৫০ জনের অংশগ্রহণের মাধ্যমে ৮০টি পেপার প্রেজেন্টেশন করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজোনাল এঙ ডাইরেক্টর জেনারেল প্রফেসর

মোজাহেরুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাক্তন ডিজি প্রফেসর এম এ ফয়েজ, বিএসএমএমইউ এর ডেন্টাল ইউনিটের প্রতিষ্ঠাতা ডিন ও ওরাল ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর মতিউর রহমান মোল্লা, অবস অ্যান্ড গাইনি সোসাইটি বাংলাদেশের সাইন্টিফিক সেক্রেটারী প্রফেসর শেখ জিন্নাত নাসরিন,

প্রফেসর সৌরভ মিত্র প্রমুখ প্রেজেন্টেশন প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান। মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যায়ে আসা অবধি অসামান্য অবদান

রাখার জন্য নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ওয়াজির আহমেদকে সম্মাননা সূচক ক্রেস্ট এবং কার্যনির্বাহী কমিটির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মরহুম প্রফেসর ডা. এম নুর উন নবী, হাসপাতালের আজীবন ডোনার সদস্য ও মেগা ডোনার মরহুম সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিনকে মরণোত্তর সম্মাননা সূচক ক্রেস্ট

প্রদান করা হয়। প্রধান অতিথি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম এ তাহের খান। বিশেষ অতিথি চমেবি উপচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ

রেজাউল করিম আজাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ

আজিজ নাজিম উদ্দিন, মোহাম্মদ সাগির, মো. আহছান উল্যাহ, প্রফেসর ডা. কামরুন নেসা (রুনা), প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ, খায়েজ আহমেদ ভূঁইয়া, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, চমেবির উপপরিচালক (পরিকল্পনা) ডা. বিদ্যুৎ

বড়ুয়া, উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষ অপেক্ষায় আছে কখন এ সরকার বিদায় নেয়
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে