চীনের Fosun Health I Foshan Fosun Chancheng Hospital এর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মেডিকেল টিম গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন করেন এবং হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন Fosun Health এর চেয়ারম্যান হু হাং। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন শেন ইয়ান–চীফ ষ্ট্রাটেজিক অফিসার, ডা. ঝাও শাও ডং–ভাইস প্রেসিডেন্ট, লু ঝি মিন সিএফও, ডা. ভিকাল্প–ইন্টারন্যাশনাল ডাইরেক্টর, ডা. এমেলিয়া–ডাইরেক্টর, আইএমএসটি, ডা. গং ইয়ান–ক্যান্সার স্পেশালিস্ট, ডা. মিসবাহুল ফেরদৌস–ভাইস প্রেসিডেন্ট, এশিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি। তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। বিশেষ করে নতুন নতুন টেকনোলজি ট্রান্সফার এবং ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। চীনের প্রতিনিধি দল এ বিষয়ে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উভয় পক্ষের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক সম্পাদনের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
হাসপাতালের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, এ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. কামরুল হাসান, আইসিইউ ইনচার্জ সহযোগী অধ্যাপক ডা. মাহাদী হাসান রাসেল, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, অনকোলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা ইউসুফ এনি, ডা. নাবিলা আহমেদ মজুমদার প্রমুখ। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন চীনের প্রতিনিধি দলকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












