সরকারের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, এই হাসপাতালটি প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় বেসরকারী পর্যায়ে এটি চট্টগ্রামে সর্ববৃহৎ হাসপাতাল। সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে স্বাস্থ্য সেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। হাসপাতালে যেসকল বিশেষায়িত চিকিৎসা সেবা রয়েছে তা জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। বিশেষ করে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, শিশু আইসিইউ, শিশু বিকাশ কেন্দ্র ও ক্যান্সারের মতো বিশেষায়িত বিভাগগুলোতে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য ও সরকারী কমার্স কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মো. সিরাজ উদদৌলা, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মোঃ সাইফুল আলম, ডাঃ মোঃ বেলায়েত হোসেন ঢালী, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুন নুর রোজী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামরুল হাসান প্রমুখ। সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন অতিরিক্ত সচিবকে হাসপাতাল পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অতিরিক্ত সচিব পরবর্তীতে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।