বিএনপির কেন্দ্রিয় নেতা এবং উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার গতকাল সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ এবং হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তিনি ক্যান্সার ইনস্টিটিউট, ইমার্জেন্সি এন্ড এএমইউ, এডাল্ট আইসিইউসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কুশল বিনিময় করেন। এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ডা. কামরুন নাহার দস্তগীর, আবদুল মান্নান রানা, তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, প্রফেসর ডা. আবদুল কাইয়ুম চৌধুরী, ডা. মো. নূরুল হক, ডা. এ কে এম আশরাফুল করিম।
পরিদর্শনকালে গোলাম আকবর খোন্দকার হাসপাতালকে চট্টগ্রামবাসীর আস্থার স্থল হিসেবে পরিনত করায় হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হালিম, নুরুল আমিন, অধ্যাপক ইউনুস চৌধুরী, অধ্যাপক আজম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।