চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও শামসুন নাহার খান নার্সিং কলেজের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র–ছাত্রীদের ওরিয়েন্টেশন গতকাল রোববার নার্সিং অডিটোরিয়ামে কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ। বক্তব্য রাখেন ড. মোহাম্মদ সানাউল্লাহ, এস এম কুতুব উদ্দিন, ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, ডা. মো. নূরুল হক, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, স্মৃতি রানী ঘোষ, ঝিনু রানী দাশ ও মো. শহীদ উল্লাহ। প্রধান অতিথি বলেন, বলেন, মা ও শিশু হাসপাতালের শুরুর দিকে আমরা এখানে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। হাসপাতাল পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত সকলের সাথে ছিল আমাদের গভীর সম্পর্ক। তিনি মরহুম প্রফেসর এ এস এম ফজলুল করিম, ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীসহ সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি আরো বলেন, মা ও শিশু হাসপাতাল করোনাকালে চিকিৎসা সেবায় যে অবদান রেখেছে তা চট্টগ্রামবাসী আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি বলেন, নার্সিং একটি মহৎ পেশা। এই মহৎ পেশাকে হৃদয়ে ধারণ করে কাজ করার জন্য তিনি নবাগত শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি নবাগত নার্সদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠানে হাসপাতালের শিক্ষক মো. শহীদ উল্লাহ রচিত নার্সিং বিষয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন নার্সিং পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী উম্মে হুরায়রাতুন নেসা ও নুসরাত জাহান আখিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।