মা ও শিশু স্বাস্থ্যসেবায় জাতীয় পুরস্কার পেল মমতা

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংগঠন (ক্লিনিক)’ এর পুরস্কার লাভ করেছে। গতকাল বুধবার ঢাকার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয় মমতাকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এম.পির থেকে পুরস্কার গ্রহণ করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। মমতা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা হিসেবে এ পর্যন্ত ১৫ বার পুরস্কার পায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. আজিজুর রহমান। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবায় চট্টগ্রামে মমতা একটি বিশ্বস্ত ও আস্থাভাজন সংগঠন। সরকারের নিকট হতে এ পুরস্কার প্রাপ্তি আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরবের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক কোটি ২০ লাখ টাকার চোরাই বিটুমিন জব্দ
পরবর্তী নিবন্ধসিআরবিতে বৃক্ষমেলায় ১০ টাকায় মিলবে চারা