মা, আমরা জিতে গেছি…

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

মিয়ানমারের ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে ২১ গোলে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছে পাহাড়ি জেলা রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা। আর মেয়ের সেই খেলা পার্বত্য জেলা রাঙামাটি থেকে মোবাইলে দেখেছেন ঋতুপর্ণার মা বসুবতি চাকমা। গত বুধবার খেলা শেষ করে ঋতুপর্ণা তার মাকে ভিডিওকল দিয়ে বলেছেন– ‘মা, আমরা জিতে গেছি।’

বাংলাদেশ নারী ফুটবল দলের বাঘিনী কন্যা ঋতুপর্ণা চাকমার বাড়ি পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। বুধবার ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে ২১ গোলে হারিয়ে প্রশংসায় ভাসছে ঋতুপর্ণাসহ পুরো বাংলাদেশ নারী ফুটবল দল। আনন্দে ভাসছে ঋতুপর্ণার গ্রামের বাড়ি মঘাছড়ি। মেয়ের জয়ে উচ্ছ্বাসিত মা বসুবতি চাকমা। প্রতিক্রিয়া জানতে চাইলে বসুবতি চাকমা বলেন, মেয়েটি খেলা শেষ করে ভিডিও কল দিয়ে বলেছে, ‘মা আমরা জিতে গেছি’। আমি বলেছি, আশীর্বাদ থাকল বাংলাদেশের হয়ে যেন সবকিছু জিতে আসতে পার। ভালো করে খেল।

তিনি বলেন, মোবাইলে ঋতুর খেলা দেখেছি। মেয়ের গোল করা দেখতে পেয়ে কি যে খুশি হয়েছি সেটা বলে বুঝাতে পারব না। এছাড়া এলাকার মানুষও খুব খুশি।

এদিকে, ঋতুপর্ণা চাকমা ছাড়াও নারী ফুটবল দলে বাংলাদেশের হয়ে খেলেছে পাহাড়ের আরও দুই কন্যা রূপনা চাকমা ও মনিকা চাকমা। গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদাম গ্রামে। আর মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের সুমান্ত পাড়ায়। পাহাড়ি তিন কন্যার জয়ে আনন্দের জোয়ার বইছে পাহাড়ে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৪৮ ঘণ্টারও কম সময়ে ৩০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধআজ আনজুমান ট্রাস্টের ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু