জন্মে আমি প্রথম দেখি
মায়ের সুন্দর মুখ,
মায়ের কোলে হেসে–খেলে
পেয়েছি যে সুখ।
মায়ের বুকে কতো মায়া
অকূল স্নেহের ধন,
যে পেয়েছে সে বুঝেছে
মা–যে অমূল্য রতন।
মা–ডাকটি শুনতে মধুর
সবার চেয়ে দামী,
এতো মায়ার বন্ধন মা’য়ে
দিলেন জগৎ স্বামী।
মা নেই যার দুনিয়াতে
বড় দুর্ভাগা সেজন,
তামাম জাহান পেলেও যে
ভরবেনা তার মন।
পৃথিবীতে মায়ের সমান
কোথাও কেহ নাই,
খুশী মনে মা’কে দেখলেই
জান্নাতের সুখ পাই।
মহান প্রভু খুশী চললে
মায়ের কথা মতো,
পীর, বুজর্গ, আউলিয়া সব
মা–র দোয়ায় যতো।
মায়ের সেবা করলে হবে
স্বর্গে সুখের স্থান,
মায়ের মনে আঘাত দিলে
ধ্বংস দো–জাহান।
মা–যে আমার পূর্ণিমা শশী
আঁধার ঘরে আলো,
হে দয়াবান, আমার মা’কে
সদাই রেখো ভালো।