মায়ের কাছে সন্তানেরা
নাড়ী ছেঁড়া ধন
মা হল যে এ পৃথিবীর
সবচে আপনজন।
শান্তি সুখের পরশ আছে
মায়ের আঁচলতলে
মাকে ছাড়া জীবন কাটে
দুঃখেরই অনলে।
মায়ের মুখে দেখলে হাসি
প্রাণ জুড়িয়ে যায়
মায়ের চরণ তলে যেন
স্বর্গ খুঁজে পাই।
অন্ধকারে আলোর মতো
মাকে কাছে পাই
হাজার তারার মাঝে এমন
আলোকরশ্মি নাই।
মায়ের ছোঁয়ায় দূর হয়ে যায়
কষ্ট ব্যথা যত
বুকের মাঝে থাকে না আর
দুঃখ শোকের ক্ষত।