মহেশখালীসহ ৩ উপজেলায় বিদ্যুৎ বিপর্যয়

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের খুঁটিতে আগুন

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ৩৩ কেভি লাইনের খুঁটিতে আগুন ধরে যাওয়ার ফলে গতকাল সোমবার বেলা সাড়ে ১০টা থেকে রাত অবধি মহেশখালী, পেকুয়া ও চকরিয়ার আংশিকসহ ৩ উপজেলায় এবং নৌ বাহিনীর সরবরাহ লাইনে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক টিমের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও রাত ১১টা পর্যন্ত পড়ে যাওয়া বিদ্যুতের ৪টি কাঠের পোল (খুঁটি) মেরামত পুনঃস্থাপন সম্পন্ন না হওয়ায় মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও নৌবাহিনী ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানান, মহেশখালীর মাতারবাড়ি গ্রিডের বাইরে নতুন কাঠের খুঁটির বক্স পোল ও পেকুয়া ৩৩ কেভি ফিডারের সি৫ ইন্সুলেটর ক্র্যাক করে জাম্পার আউট হয়ে গেলে আগুনের সূত্রপাত ঘটে। এতে পুরনো একটি খুঁটি ও বক্স পোলসহ মোট ৪টি কাঠের খুঁটি পুড়ে যায়।

মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিস জানায়, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মাতারবাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পেকুয়া, চকরিয়া, মহেশখালী ও নৌবাহিনী লাইনসহ মোট চারটি ৩৩ কেভি ফিডার বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে নতুন দুটি কাঠের খুঁটি স্থাপন, এইচপোল, ফিটিংস ও জাম্পার সংযোগের কাজ চলছে। ঠিকাদার কর্তৃপক্ষের দুইটি টিম মাঠে নেমে কাজ শুরু করেছে।

মহেশখালীর ডিজিএম নাজমুল হাসান জানান, পোড়া খুঁটি পরিবর্তনের কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

মহেশখালী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ্‌ বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করতে একাধিক টিম কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দিনমজুরকে ছুরিকাঘাতে খুন