মহেশখালীর পাহাড়ি এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার কালারমার ছড়ার নোনাছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর উপজেলার হোয়ানক ইউনিয়নের মৃত আবুল কালামের পুত্র। আলোচিত ওই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, পুলিশের উপর হামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নূর হোসেন হোয়ানকের পাহাড়ি এলাকায় নিজের ভাইসহ এলাকার বিপথগামী যুবকদের নিয়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন করে বিভিন্ন অপরাধ কর্মসহ পরিচালনা করে আসছিল। ইতিপূর্বে মো. রশিদ নামে তার এক ভাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল।