মহেশখালীতে হেফাজতের তাণ্ডবস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

‘দুষ্কৃতিকারীরা কেউ রেহাই পাবে না’

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১:৫১ অপরাহ্ণ

হেফাজত নেতা মামুনুল হক ইস্যুতে মহেশখালীতে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের অফিস পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার সকালে পরিদর্শন শেষে দুপুরে নেতৃবৃন্দ মহেশখালীতে উল্লেখিত ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভাও অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, ধ্বংসাত্মক এ ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের কেউ রেহাই পাবে না। তাদের ভিডিও ফুটেজ আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও অন্যান্য তদন্ত কর্তৃপক্ষ যারা আছে তারা এটি তদন্ত করে দেখবেন। তারা যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করবেন এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসবেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধজাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন কাল শুরু