মহেশখালীতে সিএনজির ধাক্কায় শিশু নিহত

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মহেশখালীতে সিএনজি টেক্সির ধাক্কায় রায়হান নামে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা এলাকায় মুসআব বিন উমাইর (রা.) মাদ্রাসার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসাটির বার্ষিক সভা চলাকালে শিশু রায়হান সড়কের পাশে মাদ্রাসার দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল। এ সময় গোরকঘাটাশাপলাপুর সড়ক দিয়ে দ্রুতগতিতে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রায়হানকে দেওয়ালের সঙ্গে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা টেক্সিটি আটক করেন এবং চালককে স্থানীয়ভাবে আটকে রাখা হয়। পরে চালকের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে সামাজিক বিচারে যে সিদ্ধান্ত আসবে তা মেনে নেওয়ার অঙ্গীকার করলে চালককে ছেড়ে দেওয়া হয়।

নিহত রায়হান শাপলাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন উদ্দীন ও মরজিনা আক্তারের সন্তান। সে তার বাড়ির পাশের মুসআব বিন উমাইর (রা.) মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। রায়হানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। তার মা বর্তমানে অন্তঃসত্ত্বা। সন্তানের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং শোকের ভারে কারও সঙ্গে কথা বলার অবস্থায় নেই বলে জানান স্বজনরা।

অন্যদিকে, রায়হানের বাবা পেশায় একজন জেলে। তিনি সাগরে মাছ ধরতে যাওয়ায় এখনো ছেলের মৃত্যুসংবাদ তার কাছে পৌঁছানো যায়নি। সাগরে অবস্থান করায় তিনি মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে রয়েছেন। ফলে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।

উল্লেখ্য, একই সড়কে সপ্তাহখানেক আগে ছোট মহেশখালী উত্তরকুল এলাকায় আনচারুল করিমের পাঁচ বছর বয়সী কন্যা মিনহা মনি টমটমের চাপায় নিহত হয়। একের পর এক শিশুর প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। এলাকাবাসীর দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা দ্রুত স্পিড ব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে ১২০তম ওরস শরীফের মূল কার্যক্রম শুরু, শনিবার আখেরি মোনাজাত
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ড মাঠের সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা