মহেশখালীর গোরকঘাটা-জনতা বাজার প্রধান সড়কে হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকায় হোয়ানক কলেজের সামনে সিএনজির সাথে ইজিবাইকের সংঘর্ষে আব্দু শুক্কুর (৫০) নামের এক সিএনজি আরোহী নিহত হয়েছে। তিনি উপজেলার বড় মহেশখলাী ইউনিয়নের মগরিয়া কাটা রাস্তারমাথা এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র। গতকাল বুধবার রাত ৮ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস শুক্কুরের পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই মোহাম্মদ শরীফ সওদাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুস শুক্কুর উপজেলার কালারমারছড়ায় নাতিনের শ্বশুর বাড়িতে বিয়ের উপহার সামগ্রী পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে জামালপাড়া এলাকায় সিএনজি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন। দশটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে রেখেছে। হোয়ানক বিট ক্যাম্পের এএসআই জসিম উদ্দিন দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।