মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণ চাষী নিহত

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে শফিউল আলম (২৭) নামে নিরীহ এক লবণ চাষী নিহত হয়েছেন। তিনি উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের চিকনি পাড়া গ্রামের মৃত নজির আহমদের পুত্র। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা সন্ত্রাসীদের ধরতে অভিযান চালালে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালানোর সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহত শফিউল আলমের বড় ভাই মনিরুল আলম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়ায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালালে তারা উপকূলীয় প্যারাবনের দিকে পালানোর সময় আমার ভাই লবণ চাষী শফিউল আলম লবণ মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় সামনে পড়লে সন্ত্রাসীরা তাকে গুলি করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে কোস্টগার্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, কোস্টগার্ড বিসিজি স্টেশন মহেশখালীর লেঃ কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীরের নেতৃত্বে একটি টিম গোপন খবরের ভিত্তিতে কালামারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের সোর্স শফিউল আলম সন্ত্রাসী কামাল বাহিনীর গুলিতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ বলেন, ঘটনার খবর পেয়ে নিহত শফিউল আলমের লাশ মহেশখালী হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে মাছ ধরায় নতুন সময়সীমা, নতুন সম্ভাবনা
পরবর্তী নিবন্ধএখন ঢাকাতেই হবে অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া