মহেশখালীতে শহীদ তানভীরের পরিবার পেল বসতঘর উপহার

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে শহীদ হওয়া মহেশখালীর কৃতী সন্তান শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের হাতে নৌবাহিনীর করে দেয়া ঘর ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২.৩০টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নে মোহাম্মদ শাহঘোনা এলাকায় নির্মিত বীর নিবাসটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নৌ বাহিনীর সাবেক কমোডর ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার সভাপতি মো. খুরশিদ মালিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, বৈষম্য বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার মহাসচিব ক্যাপ্টেন (অব.) মহসীনুল হাবীব, নির্বাহী সহসভাপতি ক্যাপ্টেন (অব.) মো. শহিদুল ইসলাম, মিজানুর রহমান মাতবর ও মাহাবুবুর রহমান সাগর।

অনুষ্ঠান শেষে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারকে বীর নিবাস হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধড্রীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধরাউজান কদলপুরে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল