মহেশখালীতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ১

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

মহেশখালীতে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় সৈয়দ নূর (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা বাজারে এ ঘটনা ঘটে। আহত সৈয়দ নূর ওই এলাকার মৃত আনছুর আলীর পুত্র। ওইদিন রাতেই তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রতিবেশী আব্দুল মান্নানের বাড়িতে বিয়ে চলছে। অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে আসা অতিথির মোটর সাইকেল চালানোর চেষ্টা করেন মান্নানের ছেলে মো. শওকত (২০)। একপর্যায়ে সৈয়দ নূরকে চাপা দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাইশারীতে চেয়ারম্যান প্রত্যাশী ৭ নেতার নাম ঘোষণা
পরবর্তী নিবন্ধঅরুন্ধতী