মহেশখালীর বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে পুলিশ, সেটি বাস্তবায়ন করার জন্য ব্যক্তি সাধারণ, সচেতন মানুষের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন মহেশখালী কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মানবেন্দ্র সরকার।
সোমবার (৪ আগস্ট) দুপুরে মহেশখালী থানা কম্পাউন্ডে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মহেশখালী বিস্তৃত এলাকা। লোকবল সংকট বিবেচনায় অনেক সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। তবে অন্যায় অপরাধ কর্মকাণ্ড দেখা মাত্র সরকারি মোবাইল নং এ যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ সহযোগিতা না করলে সমালোচনা করবেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল ও এনায়েত কবির এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নানা শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখেন। এসময় মাদক, অনলাইন জুয়া, ডাকাতি, চুরি, হত্যা, নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জড়িত অপরাধীদের গ্রেফতার করার দাবি উঠে।
এসময় অনুষ্ঠানে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক সভাপতির বক্তব্যে বলেন, মহেশখালীতে আগের তুলনায় খুন ও সংঘাত কমিয়ে আনা হয়েছে। শাপলাপুর পাহাড়ি সড়ক ও কালারমারছড়ার ডাকাতি, বিভিন্ন স্থানে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড, অনলাইন জুয়া শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে অনেকে পুলিশকে ভুল তথ্য দিয়ে অন্যকে হয়রানি করে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তথ্যের সাথে ঘটনার মিল নেই। সঠিক তথ্য দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে মহেশখালীকে অপরাধ মুক্ত করতে পারবে মহেশখালী থানা পুলিশ।