মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবদল নেতার নাম ইমন সরওয়ার নছিম (৩৩)।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নছিম উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়ারছড়ি গ্রামের মৃত ফোরকান আহমদের পুত্র এবং একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
এলাকাবাসী জানায়, নিহত ইমন সরওয়ার নছিম সকাল ৯টার দিকে শাপলাপুর বাড়িয়ারছড়ি এলাকার নিজের চাষকৃত জমিতে পানি সেচের বৈদ্যুতিক মিটারে সংযোগ লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের বিষয়টি নছিমের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য নিশ্চিত করেছেন।
মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।