মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মিজানুর রহমান (১৭)। সে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মো. আব্বাসের পুত্র।এলাকাবাসীরা জানান, গত ৮ অক্টোবর রাত ৮টায় মিজানুর রহমানকে তার বাড়ির পাশের একটি সুপারি বাগানে বিদ্যুৎস্পৃষ্টে আহত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে রাতের অন্ধকারে গাছে সুপারি পাড়তে উঠে পল্লী বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে মহেশখালী, কক্সবাজার হাসপাতাল হয়ে সর্বশেষ ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। গতকাল ১১ অক্টোবর বিকাল দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফকে এক সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ চিকিৎসকের
পরবর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের ফ্যান মাস্ক ও স্যানিটাইজার বিতরণ