মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

মহেশখালী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহেদ খান (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের উত্তর মেহেরিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ খান একই এলাকার আব্দুল করিমের সন্তান। জানা যায়, উত্তর মেহেরিয়া পাড়া এলাকার মৃত কামাল পাশার পুত্র আব্দুল মান্নানের নির্মাণাধীন বাড়িতে শাহেদ খান রাজমিস্ত্রীর কাজ করছিলেন। এসময় অসাবধানবশত লোহার রডের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ঘটলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় কুতুবজোনের ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল জানান, পরিবারের অভিযোগ না থাকার পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ শুক্রবার সন্ধ্যায় সামাজিকভাবে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় জাল ও বড়শি হাতে মাছ চোরদের তৎপরতা
পরবর্তী নিবন্ধমহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ