মহেশখালীতে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার, যুবক গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

মহেশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি স্বয়ংক্রিয় জি৩ রাইফেলসহ চারটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় মো. সাজেদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার ভোররাত ৩ টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রবিবার দুপুর সাড়ে বারোটায় মহেশখালী থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি কায়সার হামিদ। ইন্সপেক্টর (তদন্ত) মোঃ তাজ উদ্দিন জানান, ১ ডিসেম্বর ভোররাত ৩টায় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশ জানায় অভিযান চলাকালে ওই বাড়িতে উপস্থিত দুইজন থেকে একজন পালাতে সক্ষম হয়। এ সময় মো. সাজেদ নামে একজনকে আটক করা হয়। সে বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার আব্দুল শুক্কুরের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে তার বাড়ির খাটের নিচ থেকে ১টি ৯ রাউন্ড গুলি ভর্তি বিদেশি জি৩ রাইফেল, ১টি দোনালা বন্দুক, ১টি গুলি ভর্তি দেশিয় তৈরী একনালা বন্দুক ও ১টি এলজি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, এসব বিক্রি করার উদ্দেশ্যে কিংবা চিংড়ি ঘের ও লবণ মাঠ দখলের কথা নাই সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছে। এই ভারি অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাসের ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর
পরবর্তী নিবন্ধপটিয়ার ছনহরায় মার্কেটে তালা ভেঙে ৪ দোকানে চুরি