কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে রবিউল হাসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সে উক্ত গ্রামের নজির হোসেন প্রকাশ বদুর ছেলে।
এলাকাবাসী জানান, শিশু রবিউল হাসান বিকালে বাড়ির পাশের পাহাড়ের কোলে খেলতে গিয়ে সন্ধ্যা অবধি ফিরে না আসায় তার মা-বাবা ও আত্মীয়-স্বজন খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নজির হোসেনের বাড়ির পাশের একটি পাহাড় থেকে অতি বর্ষণের কারণে ধসে পড়া মাটির স্তূপের পাশে রবিউলের লুঙ্গি দেখেন। সন্দেহবশত মাটি খুঁড়ে তল্লাশি চালালে ধসে পড়া মাটির নিচে শিশু রবিউলের মরদেহ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, গত বছরও একই এলাকায় পাহাড় চাপায় আরো এক কন্যা শিশুর মৃত্যু হয়েছিল। ইউনিয়ন পরিষদ থেকে ইতিপূর্বে লোকজনকে পাহাড় ধসের বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছিল। তবুও অসচেতনতার কারণে অনাকাক্সিক্ষত এসব ঘটনা ঘটে যায়।