মহেশখালীতে পাহাড়ি ঢলে বিধ্বস্ত ২শ বাড়িঘর

তলিয়ে গেছে পানের বরজ, ফসল

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৪৬ পূর্বাহ্ণ

প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে মহেশখালীতে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঢলের পানিতে তলিয়ে গেছে নিচু এলাকার তিন শতাধিক মৌসুমী পান বরজ। রাস্তাঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে গ্রামীণ অভ্যন্তরীণ যোগাযোগ।

জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত টানা বর্ষণে উপজেলার হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ইউনিয়নে পাহাড়ি ঢলে বন্যার সৃষ্ট হয়। গতকাল দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করছেন মহেশখালীকুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

সূত্র জানিয়েছে, উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া, হরিয়ার ছড়া, বড়ছড়া ও মাঝেরপাড়া গ্রামে। শুধুমাত্র এই চার গ্রামেই দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। হোয়ানক ইউপি সদস্য জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবল বর্ষণে সৃষ্ট ব্যাপক পাহাড়ি ঢলে ছড়ার বাঁধ ভেঙে কালাগাজির পাড়া ও হরিয়ার ছড়া গ্রামের শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। রাস্তাঘাট ভেঙে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

আশেক উল্লাহ রফিক এমপি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে বন্যায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ছড়ার বাঁধ ভেঙে ফসলি জমিতে বালি উঠে আমন ফসল ও মৌসুমী পান বরজ নষ্ট হয়েছে। স্থানীয় চেয়ারম্যান মেম্বারদেরকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএবারও দুর্গাপূজায় ভারতে যাবে ইলিশ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় মাইক্রো সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী নিহত