মহেশখালীতে নৌকার আহসান উল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

আইনগত জটিলতায় দীর্ঘদিন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া বহুল আলোচিত মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

পার্শ্ববর্তী ইউনিয়ন মাতারবাড়ি পুলিশ ক্যাম্পে স্থাপিত নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, আহছান উল্লাহ বাচ্চু মোট ৩৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ কামাল উদ্দিন পেয়েছেন ২৬৬৪ ভোট। জানা যায়, মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়ন দুটিতে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে ধলঘাটা ইউনিয়নটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা। বিগত ২০১৬ সালে সর্বশেষ ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কামরুল হাসান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ধলঘাটার ১টি ওয়ার্ড সাগরে বিলীন হয়েছে মর্মে আদালতে মামলা করলে সঠিক সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। মেয়াদ উত্তীর্ণের ২ বছর পর মামলা বাতিল হওয়ায় নির্বাচনের তফসীল ঘোষণা করে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৯ জন ও সাধারণ সদস্য আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি কেন্দ্রে মোট ২৮ টি বুথে ৯৮৯৯ জন ভোটার রয়েছে। তাৎমধ্যে পুরুষ৫৪১৪ জন, মহিলা৪৪৮৫ জন। মোট ভোটার ৯৮৯৯ জন।

রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু কিশোর পাল বলেন, সরাসরি ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত ধলঘাটা ইউপি নির্বাচনে কোথাও কোন প্রকার গোলযোগ বা নিয়মের খবর পাওয়া যায়নি। কোন প্রকার বিশৃঙ্খলা বিহীন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকালাপানিয়া ইউপি নির্বাচনে টিটু বিজয়ী
পরবর্তী নিবন্ধবৃষ্টির পানি আর কাঁচা মাছ খেয়ে ২ মাস সমুদ্রে