মহেশখালীতে নিখোঁজ যুবকের লাশ দুদিন পর উদ্ধার

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

মহেশখালীর কোহেলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে মাহবুব আলম (৩০) নামের এক যুবক নিখোঁজ হওয়ার দুদিন পর লাশ মিলল নদীতে । গতকাল ১৫ জুলাই সকাল ১১ টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কোহেলিয়া নদীর চর থেকে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তার লাশটি উদ্ধার করে। নিহত মাহবুব আলম উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ ঝাপুয়া গ্রামের মোহাম্মদর (মাহমুদ)পুত্র।
নিহতের পারিবারিক সূত্র জানান, গত ১৩ জুলাই সন্ধ্যায় মাহবুব আলম তার অপর তিন সঙ্গী আবু তালেব, উকিল আহমদ ও মো. আলীর সাথে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কোহেলিয়ায় মাছ ধরতে যায়। পরবর্তীতে সেখান থেকে অলৌকিক ভাবে নিখোঁজ হয়ে যায়। অবশেষে দুদিন পর গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন দক্ষিণ পাশে কোহেলিয়া নদীর চরে গিয়ে আতকাপাড়া অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মাহবুবের বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পুলিশও তার সন্ধান করে আসছিল। গতকাল স্থানীয়রা নদী থেকে তার লাশটি উদ্ধার করে বলে জানা গেছে। ঐদিন বিকেলে তার নিজ গ্রাম ঝাপুয়ায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনা সেবায় আরেকটি অ্যাম্বুলেন্স সংযোজন
পরবর্তী নিবন্ধকরোনার ঝুঁকি কমাতে অন্তত ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে হবে