মহেশখালীতে নবজাতকের ভাসমান লাশ উদ্ধার

মহেশখালী প্রতিনিধি

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

মহেশখালীতে পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়া এলাকায় গোরকঘাটাজনতা বাজার প্রধান সড়কের মইত্যাতলী ব্রিজের নিচের ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, সকাল নয়টায় স্থানীয় লোকজন প্রধান সড়কের মইত্যাতলী ব্রিজের নিচে পাহাড়ি ছড়ার পানিতে ভাসমান এক নবজাতকের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে লাশটি উদ্ধার করে মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক দুই দিন হতে পারে। ছেলে শিশুর এই নবজাতকটির পরিচয় জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় পটিয়ার ব্যবসায়ীর জামিন
পরবর্তী নিবন্ধনগরীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ