মহেশখালীতে দুই বাইকের সংঘর্ষ, আহত তিন

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মহেশখালীতে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ৩ আরোহী আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মহেশখালীবদরখালী সংযোগ সেতুর পশ্চিমে হাসান বশির মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের কায়সার হামিদ (২২), বদরখালী ইউনিয়নের মোহাম্মদ শাহেদ (২১) ও কোনাখালী ইউনিয়নের জুলফিকার (২৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে মহেশখালীবদরখালী সংযোগ সেতুর পশ্চিম পাশে ফাঁকা রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ছাত্রসহ ৩ জন আরোহী মারাত্মক আহত হয়েছে। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়েমুচড়ে যায়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে বিএনপির বিজয় উৎসবের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের সেমিনার