মহেশখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১২টির অধিক মামলার আসামি জলদস্যু সর্দার মঞ্জুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জুর উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া গ্রামের বাহাদুর আলমের পুত্র।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মঞ্জুরকে ধরতে অভিযান পরিচালনা করে আসছিলো তারা। অবশেষে গতকালকের বিশেষ অভিযানে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের মতে, মঞ্জুর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি ও জলদস্যুতার সাথে জড়িত ছিল। তাকে গ্রেপ্তারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।