মহেশখালীতে চিংড়ি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

মহেশখালীতে গভীর রাতে চিংড়ি ঘেরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মনির আহমদ (৫৫) উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা গ্রামের বাসিন্দা। গত শনিবার দিবাগত রাত ৩টায় ষাইটমারা এলাকার পাউট্যাছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, মনির আহমদ ষাইটমারা এলাকার পাউট্যাছড়ি নামক চিংড়ি প্রজেক্টটি জমি মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে চিংড়ি ও লবণ চাষ করেন। জমি মালিকদের কয়েকটি গ্রুপের মধ্যে জমির মালিকানা ও চিংড়ি প্রজেক্ট দখলবেদখল নিয়ে বিরোধ চলছিল। মনির আহমদ ঘেরটি ইজারা নিয়ে দখলে থাকায় জমি মালিকদের একটি পক্ষের লোকজন তাকে গত দুমাস ধরে ঘেরের দখল ছেড়ে দিতে হত্যার হুমকি দিয়ে আসছিল।

মনির আহমদের পুত্রবধূরা জানান, সন্ত্রাসীদের হুমকিতে তিনি রাতে বাড়িতেও থাকতেন না। শনিবার দিবাগত রাত দুইটার দিকে তিনি বাড়ি থেকে টর্চ লাইট হাতে নিয়ে চিংড়ি প্রজেক্টে যাওয়ার পরপরই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুলি করে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। তাকে প্রজেক্টের শ্রমিক ও পার্শ্ববর্তী প্রজেক্টের লোকজন উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের মামা শ্বশুর রুহুল আমিন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রজেক্ট নিয়ে একাধিক পক্ষের দ্বন্দ্ব আছে। তবে মনির আহমদ কোনো পক্ষের না। তিনি ওই প্রজেক্টের ইজারাদার ব্যবসায়ী। তাকে দ্বন্দ্বের বলী করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, চিংড়ি প্রজেক্টে এক ব্যবাসায়ীকে গুলি করে হত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীর ২ চর ঘিরে বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফের লোকজন
পরবর্তী নিবন্ধএইচপিভি টিকা কার্যক্রম সম্পন্ন করতে সবার সহযোগিতা চাইলেন স্বাস্থ্য উপদেষ্টা